আরবিআই ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাবে বলে ধারণা। —প্রতীকী চিত্র।
পাঁচ বছর পরে প্রথম বার ফেব্রুয়ারিতে সুদ কমিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এপ্রিলে তা আরও এক দফা কমিয়ে নামানো হয় ৬ শতাংশে। এখনও পর্যন্ত মোট ছাঁটাই ৫০ বেসিস পয়েন্ট। ফলে ইতিমধ্যেই বাড়ি-গাড়ি সমেত বিভিন্ন ঋণে সুদ কমতে শুরু করেছে। বিশেষজ্ঞদের আশা, এ বার তার হার আরও কমতে পারে। আগামী বুধবার থেকে শুরু হবে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি বৈঠক। শুক্রবার সুদ ঘোষণা।
বিশেষজ্ঞদের বক্তব্য, খুচরো মূল্যবৃদ্ধি আরও নেমে ৩.১৬% হওয়ায় আর্থিক বৃদ্ধির হারকে প্রাণপণে ঠেলে তোলার চেষ্টা করবে আরবিআই। কারণ চাহিদা ধাক্কা খাওয়ায় তা শ্লথ হয়েছে। সেই লক্ষ্যে এ সপ্তাহের ঋণনীতিতে ফের রেপো রেট (যে সুদে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় আরবিআই) কমাতে পারে শীর্ষ ব্যাঙ্ক। গত দু’বারের মতোই তা হতে পারে ২৫ বেসিস পয়েন্ট। সেটা হলে, ব্যাঙ্কের ঋণে আরও নামবে সুদ। ঋণগ্রহীতাদের খরচ কমবে মাসে ঋণ শোধের কিস্তি খাতে। তাতে কেনাকাটা বাড়তে পারে। এতে উৎপাদনও বাড়াতে হবে। শিল্পের পুঁজি জোগাড়ের খরচ কমায় সেই কাজে লগ্নি করতে এগোবে সংস্থা।
ব্যাঙ্ক অব বরোদার মুখ্য অর্থনীতিবিদ মদন সবনভিসের মতে, এ বারও আরবিআই ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাবে বলে ধারণা। একই মত মূল্যায়ন সংস্থা ইক্রার মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ার, সিগ্নেচার গ্লোবালের চেয়ারম্যান প্রদীপ আগরওয়াল, বণিকসভা অ্যাসোচ্যামের সেক্রেটারি জেনারাল মণিশ সিঙ্ঘলের মতো বিশেষজ্ঞদের। তাঁদের বক্তব্য, এ বছর ভাল বর্ষার পূর্বাভাস রয়েছে। চলতি অর্থবর্ষের বেশির ভাগ সময়ে মূল্যবৃদ্ধি ৪ শতাংশের আশেপাশে থাকবে বলে অনুমান। এই সুযোগকে আর্থিক বৃদ্ধিতে গতি আনার কাজে লাগাতে পারে শীর্ষ ব্যাঙ্ক। গত দু’বারের মতো একই হারে কমাতে পারে সুদ।