—প্রতীকী চিত্র।
খাতায়-কলমে মূল্যবৃদ্ধির নামমাত্র। তবে তাতেও চিন্তা বাড়ল। শুক্রবার সরকারি হিসাবে প্রকাশ, গত মাসে দেশে খুচরো বাজারে তা অক্টোবরের ০.২৫% থেকে সামান্য বেড়ে হয়েছে ০.৭১%। খাদ্যপণ্যের দাম কমেছে। তবে আনাজ, মাছ-মাংস-ডিম ইত্যাদি ছিল বেশি। যে কারণে মূল্য-হ্রাস ওই মাসে ছিল ৫.০২%। এ বার ৩.৯১%।
সংশ্লিষ্ট মহলের দাবি, খাবার-সহ পণ্যের দর সরকারি হিসাবের মতো স্বস্তিদায়ক নয়। তার উপরে ডলারের সাপেক্ষে টাকার দর তলানিতে নামায় বেশ কিছু পণ্যের কাঁচামালের খরচ চড়ছে। ফলে মূল্যবৃদ্ধির আরও মাথা তোলার আশঙ্কা তৈরি হচ্ছে। একাংশ মনে করাচ্ছেন, সম্প্রতি আইএমএফ-ও ভারতে জিডিপি ও মূল্যবৃদ্ধির তথ্যে খামতির কথা বলেছে। দাবি করেছে, সেগুলি হিসাবের পদ্ধতিতে গলদ আছে। তাই বাস্তব ধরা পড়ছে না। অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর মতে, খাদ্যপণ্যের দাম বেড়েছে উৎসব ও বিয়ের মরসুমের জন্যও। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সুদ আরও কমাতে হলে মূল্যবৃদ্ধির মাথা তোলা চলবে না।