—প্রতীকী ছবি।
নতুন বছরে টিভি, ফ্রিজ় বা এলপিজি স্টোভের বাড়ছে দাম? কেন্দ্রের তরফে বিদ্যুৎ সাশ্রয়ের মূল্যায়ন (স্টার রেটিং) বাধ্যতামূলক করতেই এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। বিশেষজ্ঞদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের জেরে সংশ্লিষ্ট বৈদ্যুতিন পণ্যগুলির দর চড়তে পারে পাঁচ থেকে ১০ শতাংশ। সে ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) হ্রাসের সুবিধা আর সে ভাবে পাবে না আমজনতা। উল্টে এগুলি কেনার সময়ে পকেটে টান পড়তে পারে।
সম্প্রতি একাধিক বৈদ্যুতিন পণ্যে স্টার রেটিং বাধ্যতামূলক করতে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রের জ্বালানি দক্ষতা ব্যুরো (ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি)। সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে টিভি, রেফ্রিজ়ারেটর, এলপিজি গ্যাস স্টোভ, কুলিং টাওয়ার এবং চিলারের মতো বৈদ্যুতিন পণ্যগুলিতে বিদ্যুৎ সাশ্রয় মূল্যায়নের স্টিকার লাগাতে হবে। এত দিন পর্যন্ত হিম-মুক্ত রেফ্রিজারেটর, ডাইরেক্ট কুল রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজার, আরএসি (ক্যাসেট, ফ্লোর স্ট্যান্ডিং টাওয়ার, সিলিং, কর্নার এসি), রঙিন টেলিভিশন এবং আল্ট্রা-হাই ডেফিনিশন টেলিভিশনের মতো পণ্যগুলিতে স্টার রেটিং দেওয়া ছিল ঐচ্ছিক।
গত বছরের জুলাইয়ে সংশ্লিষ্ট পণ্যগুলির উপর আংশিক নিয়ন্ত্রণ এনেছিল কেন্দ্র। এর পর গ্রাহক থেকে শুরু করে নির্মাণকারী সংস্থাগুলির মতামত সংগ্রহ করে সরকার। ওই তথ্যের উপর ভিত্তি করে স্টার স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি দক্ষতা ব্যুরো। প্রথম পর্যায়ে এয়ার কন্ডিশনার (স্থির এবং পরিবর্তনশীল গতি), বৈদ্যুতিক সিলিং-টাইপ ফ্যান, স্টেশনারি স্টোরেজ টাইপ বৈদ্যুতিক ওয়াটার হিটার, ওয়াশিং মেশিন এবং টিউবুলার ফ্লুরোসেন্ট ল্যাম্প এবং সেলফ-ব্যালেস্টেড এলইডি ল্যাম্পগুলিতে স্টার লেবেলিং বাধ্যতামূলক করা হয়েছিল।