SATCOM

কবে থেকে দেশে মিলবে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা? জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

স্টারলিঙ্ক, রিলায়্যান্স জিয়ো, ওয়ানওয়েব-সহ কিছু সংস্থা স্যাটকমের লাইসেন্স পেয়েছে। মন্ত্রী জানান, অস্থায়ী ভাবে স্পেকট্রাম দেওয়া হয়েছে তাদের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কৃত্রিম উপগ্রহ ভিত্তিক নেট পরিষেবা (স্যাটকম) দেশে চালু হবে কবে? আজ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, স্পেকট্রামের দাম এবং বণ্টন নিয়ে সরকারি স্তরে আলোচনা চলছে। ইলন মাস্কের স্টারলিঙ্ক-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নিরাপত্তা সংক্রান্ত ছাড় পেতে হবে। গ্রাহকদের তথ্য-সহ যাবতীয় তথ্য যাতে ভারতেই থাকে তা নিশ্চিত করতে হবে। তার পরেই পরিষেবা শুরু হবে। ভোডাফোন আইডিয়াকে (ভি) বকেয়ায় ছাড় দেওয়া নিয়েও সরকারি স্তরে কথা চলছে বলে জানান সিন্ধিয়া।

স্টারলিঙ্ক, রিলায়্যান্স জিয়ো, ওয়ানওয়েব-সহ কিছু সংস্থা স্যাটকমের লাইসেন্স পেয়েছে। মন্ত্রী জানান, অস্থায়ী ভাবে স্পেকট্রাম দেওয়া হয়েছে তাদের। তার সাহায্যেই তারা প্রাথমিক শর্ত পূরণ করে দেখাতে পারবে। সেই সঙ্গে স্পেকট্রামের দাম চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে টেলিকম দফতর ও নিয়ন্ত্রক ট্রাই। স্পেকট্রাম বণ্টন নিয়ে তাদের মধ্যে দ্বিমত আছে। তবে এর দ্রুত সমাধান হবে বলে আশা মন্ত্রীর।

অন্য দিকে, স্পেকট্রাম-সহ নানা খাতে কেন্দ্রের কাছে ভি-এর বকেয়া ২ লক্ষ কোটি টাকা। সেখানে ছাড় দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে সরকারের অন্দরে। অতীতে ৩৭,০০০ কোটির বকেয়া কেন্দ্র অংশীদারিতে
বদলেছিল। ফলে ভি-র ৪৯% রয়েছে সরকারের হাতে। সেই শেয়ারমূল্য ৫৩,০৮৩ কোটিতে পৌঁছেছে। সংস্থাকে সুবিধা দেওয়া না হলে এই মূল্যে বিরূপ প্রভাব পড়বে। সিন্ধিয়ার ইঙ্গিত, এই বিষয়টি তাঁদের মাথায় আছে।

আরও পড়ুন