Money-Dollar

লক্ষণ নেই ঘুরে দাঁড়ানোর, পড়েই চলেছে টাকা, বছরের শেষেই কি পেরোবে ৯১-এর গণ্ডি?

বিশেষজ্ঞদের একাংশ মনে করাচ্ছেন, সম্প্রতি আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র বলেছিলেন, তাঁরা টাকার দামকে নির্দিষ্ট সীমায় বাঁধবেন না। বাজারের হাতে ছেড়ে দেবেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:১০

—প্রতীকী চিত্র।

ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার ঘুরে দাঁড়ানোর লক্ষণ নেই। বরং শুক্রবার তা আরও নীচে নামল। গড়ল তলানিতে ঠেকার নতুন নজির। এক ডলার ১৭ পয়সা বেড়ে হল ৯০.৪৯ টাকা। বৃহস্পতিবারও টাকা সর্বনিম্ন ছিল। ডলার হয় ৯০.৩২ টাকা। সংশ্লিষ্ট মহলের মতে, তা মাত্র এক পয়সা বাড়লেও সর্বনিম্ন হত টাকা। কিন্তু উদ্বেগের বিষয় হল, এ দিন এক সময় ডলার ৯০.৫৬ টাকা ছোঁয়। প্রশ্ন উঠছে, তা হলে কি ২০২৫ শেষের আগেই দাম ৯১ টাকা পেরোবে?

বিশেষজ্ঞদের একাংশ মনে করাচ্ছেন, সম্প্রতি আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র বলেছিলেন, তাঁরা টাকার দামকে নির্দিষ্ট সীমায় বাঁধবেন না। বাজারের হাতে ছেড়ে দেবেন। কিন্তু ডলার চড়লে ভারতের আমদানি খরচ ক্রমশ বাড়বে। তাতে মূল্যবৃদ্ধির হার মাথা তুলে সুদ কমানোর রাস্তা বন্ধ করতে পারে। ফলে আরবিআই হস্তক্ষেপ করুক।

সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, টাকার এইগতিতে নামার কারণ ভারত-আমেরিকাবাণিজ্য চুক্তি ঘিরে অনিশ্চয়তা ও বিদেশি লগ্নিকারী সংস্থার ভারতে শেয়ার বিক্রি। সোনা-রুপোর দাম বৃদ্ধির কারণেও অনেক আমদানিকারী আগ্রাসী ভাবে ডলার কিনেছেন। তবে শেয়ার বাজার এ দিন উঠেছে।

আরও পড়ুন