PG Admission 2025

একাধিক বিষয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ, কোন কোন বিষয়ে?

২০২৫-’২৭ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলা বিষয়ে ৮০টি আসন সংখ্যা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৯:০২
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্নাতকোত্তর পড়ার সুযোগ। প্রতিষ্ঠানের তরফে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে।

Advertisement

২০২৫-’২৭ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল, সংস্কৃত, অর্থনীতি, বাণিজ্য, রসায়ন, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং গণিত বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তবে সে ক্ষেত্রে ২০২৩, ২০২৪, ২০২৫ সালে যে সমস্ত পড়ুয়ারা উত্তীর্ণ হয়েছেন তাঁরাই শুধু আবেদন করতে পারবেন। বাংলা বিষয়ে ৮০টি আসন সংখ্যা রয়েছে। বাকি বিষয়ের আসন সংখ্যা এবং প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ অগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন