TMC Leader Joins Congress

‘শূন্য থেকে শুরু করলাম’! হুমায়ুন নয়, অধীরের হাত ধরে কংগ্রেসে গেলেন তৃণমূলত্যাগী সেই শাহনাজ

কংগ্রেসের সভামঞ্চ থেকেও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের অস্বচ্ছতা নিয়ে সরব হন তৃণমূলত্যাগী ওই নেত্রী। অধীর তাঁকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এটাই তার প্রমাণ।’’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:০২
TMC Leader Joins Congress

কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা করলেন শাহনাজ বেগম। —নিজস্ব চিত্র।

তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দলে নয়, অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্যা শাহনাজ বেগম। শনিবার শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন তৃণমূলত্যাগী নেত্রী।

Advertisement

কংগ্রেসে যোগ দিয়েই শাসকদলকে তোপ দেগেছেন শাহনাজ। মুর্শিদাবাদ জেলা পরিষদের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শাহনাজের অভিযোগ, জেলা পরিষদের অন্দরে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে। তৃণমূল নেতৃত্বকে বারংবার তা নিয়ে অভিযোগ করেছেন। সাবধান করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাঁর কথায়, ‘‘আমি স্বভাবে প্রতিবাদী। বিভিন্ন সময় দলের শীর্ষ স্তরে এবং প্রশাসনিক বৈঠকেও দুর্নীতির কথা জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘যে দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়।’’

শাহনাজের দাবি, তিনি রাজনীতিতে এসেছেন শুধু পাওয়ার লোভে নয়, জনসেবা করবার জন্য। পাশাপাশি হুমায়ুন-প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, ২২ ডিসেম্বর নিয়ে অনেক কথা বলা হচ্ছে (ওই দিন হুমায়ুনের নতুন দল ঘোষণার কথা)। ২২ তারিখ পার হলে দেখা যাবে, অনেকেই তৃণমূল ছাড়ছেন। কিন্তু তাঁরা হুমায়ুনের দলে নয়, যোগ দেবেন কংগ্রেসে। শাহনাজ বলেন, ‘‘কংগ্রেস রাজ্যে বা কেন্দ্রে কোথাও ক্ষমতায় নেই। সুতরাং বুঝতেই পারছেন, কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই করে যাব। যেখানে অনিয়ম দেখব, সেখানেই সরব হব। দরকারে শূন্য থেকেই নতুন লড়াই শুরু করতে রাজি।’’

যোগদানের পর কংগ্রেসের সভামঞ্চ থেকেও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের অস্বচ্ছতা নিয়ে সরব হন ওই তৃণমূলত্যাগী নেত্রী। অধীর তাঁকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এটাই তার প্রমাণ।’’

জেলা পরিষদের সদস্যার দলত্যাগ এবং কংগ্রেসে যোগদান নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
আরও পড়ুন