Foreign Language Course

ফরাসি এবং রুশ ভাষা শেখাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়, কারা সুযোগ পেতে পারেন?

বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ় বিভাগের তরফে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২০
Burdwan University.

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিদেশি ভাষা শেখার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ় বিভাগের তরফে ডিপ্লোমা, সার্টিফিকেট এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করানো হবে। শেখানো হবে ফরাসি এবং রাশিয়ান ভাষা। প্রাথমিক ভাবে জানানো হয়েছে, মোট আসন সংখ্যা ২০০।

Advertisement

উল্লিখিত কোর্সগুলিতে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তির আবেদন করতে পারবেন। তবে, ডিপ্লোমা করতে আগ্রহীদের উল্লিখিত ভাষায় একটি সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করে থাকলে, ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

স্নাতকস্তরে প্রাপ্ত নম্বরের নিরিখে ভর্তি নেওয়া হবে। আবেদনমূল্য হিসাবে ১৫০ টাকা ধার্য করা হয়েছে। তবে, কর্মরত কোনও ব্যক্তি বৈধ নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে না পারলে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন না।

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি হওয়ার জন্য কত টাকা ফি দিতে হবে, সেই সম্পর্কে জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। কোর্সের ক্লাস সংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন