প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। ছবি: সংগৃহীত।
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশনস (সিআইএসসিই)-র তরফে প্রকাশ করা হল আইসিএসই দশম শ্রেণি ও আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড। কাউন্সিলের সঙ্গে যুক্ত স্কুলগুলি সিআইএসসিই-র ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।
সিআইএসসিই-র তথ্য অনুযায়ী, শুধুমাত্র স্কুলগুলিই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থী বা অভিভাবকরা কোনও ভাবে ডাউনলোড করতে পারবেন না। নির্দিষ্ট স্কুল থেকে তাঁদের সংগ্রহ করতে হবে অ্যাডমিট কার্ড। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।
আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি থেকে এবং আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে। সিআইএসসিই-র তরফে নির্দেশ, যদি অ্যাডমিট কার্ড কোনও রকম তথ্যগত বা পরীক্ষার সময়সূচিতে ভুল থাকে তা দ্রুত স্কুল কর্তৃপক্ষকে জানাতে।
কাউন্সিলের তরফে আরও জানানো হয়েছে, সিআইএসসিই-র নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু কারণ ছাড়া স্কুলগুলি কোনও পড়ুয়ার আইসিএসই বা আইএসসি অ্যাডমিট কার্ড আটকে রাখতে পারবে না। পরীক্ষা চলাকালীন অ্যাডমিট কার্ড সংক্রান্ত যদি কোনও সমস্যা হয় তা দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঠিক করে নিতে হবে।