Class 11 result submission

একাদশের নম্বর জমা দিতে হবে চলতি মাসেই, সময়সীমা বৃদ্ধি করল শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাসও শুরু করতে পারেনি বহু স্কুল। অন্য দিকে, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের একটি অংশ। স্কুলে স্কুলে শিক্ষক সঙ্কটের আবহে সংসদের এমন বিজ্ঞপ্তি জারির পর কিছুটা স্বস্তি শিক্ষক মহলে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

একাদশের দ্বিতীয় সেমেস্টারের নম্বর অনলাইনে জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চলতি মাসের ৩০ তারিখের মধ্যে অনলাইনে নম্বর জমা দিতে হবে। স্কুলে স্কুলে শিক্ষক সঙ্কটের আবহে সংসদের এমন বিজ্ঞপ্তি জারির পর কিছুটা স্বস্তি শিক্ষক মহলে।

Advertisement

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “চাকরি বাতিলের কারণে বহু স্কুলে শিক্ষক সঙ্কট। এমতাবস্থায় আমরা সংসদের কাছে আবেদন করেছিলাম অনলাইনে নম্বর জমা দেওয়ার সময়সীমা যাতে বৃদ্ধি করা যায়। সংসদ সেই দাবি শুনেছে, এবং এই মাস সময় দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’’

প্রসঙ্গত, চাকরি বাতিলের জেরে বিভিন্ন স্কুলে দ্বিতীয় সেমেস্টারের বিষয়ভিত্তিক খাতা দেখার শিক্ষক নেই। ফলত খাতা দেখার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। যার জেরে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাসও শুরু করতে পারেনি বহু স্কুল। অন্য দিকে, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের একটি অংশ। অশান্তির জেরে জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ। যার ফলে ওই জেলায় দ্বিতীয় সিমেস্টারের নম্বর অনলাইনে জমা দিতে স্কুলগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে। এর জন্যই শিক্ষক মহলের একাংশ শিক্ষা সংসদের কাছে আবেদন করেছিল অনলাইনে নম্বর জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য। তারপরই শিক্ষা সংসদের তরফে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণির পরীক্ষার নম্বর অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে। নম্বর জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ায় চিন্তায় পড়েছে স্কুলগুলি। তবে সময়সীমা বৃদ্ধি করার আশ্বাস আগেই দিয়েছিলেন শিক্ষা সংসদ সভাপতি।

Advertisement
আরও পড়ুন