Eastern Railway

ব্যাগের মুখ খুলতেই বেরিয়ে এল শ’য়ে শ’য়ে কচ্ছপ! মালদহ ডিভিশনে চলন্ত ট্রেনে গ্রেফতার চার পাচারকারী

গত ১৯ ডিসেম্বর বারহারওয়া এবং মালদহ স্টেশনে চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মোট ২৪টি ব্যাগ থেকে ৭৯০টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করেছে আরপিএফ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩
RPF rescues 790 turtles in Malda division

৭৯০টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করল আরপিএফ। ছবি: সংগৃহীত।

একটা, দু’টো বা ১০টা নয়, এক সঙ্গে ৭৯০টি জ্যান্ত কচ্ছপ ট্রেনের মধ্য থেকে উদ্ধার করল আরপিএফ। দুই ট্রেন থেকে কচ্ছপভর্তি কয়েকটি ব্যাগ পাওয়া যায় বলে জানিয়েছে পূর্ব রেল।

Advertisement

রেল সূত্রে জানানো হয়েছে, দুই পৃথক তল্লাশি অভিযানে ট্রেন থেকে ৭৯০টি কচ্ছপ উদ্ধার করে আরপিএফ। অনেক দিন ধরেই বন্যপ্রাণী অবৈধ ভাবে পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন উইলেপ’। মালদহ ডিভিশনে দুই ট্রেনে তল্লাশি চালিয়ে কচ্ছপ উদ্ধার করে আরপিএফ।

গত ১৯ ডিসেম্বর বারহারওয়া এবং মালদহ স্টেশনে চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মোট ২৪টি ব্যাগ থেকে ৭৯০টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করেছে আরপিএফ। ফরাক্কা এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেসে কচ্ছপ উদ্ধারের ঘটনাটি ঘটে।

পূর্ব রেল জানিয়েছে, বারহারওয়া স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস থেকে তিন জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ১৮টি ব্যাগ উদ্ধার করেছেন আরপিএফ কর্মীরা। তাতে ৬৬২টি জীবিত কচ্ছপ ছিল। বাকি কচ্ছপ উদ্ধার হয় মালদহ স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের মধ্যে থেকে। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে সাহিবগঞ্জ এবং মালদহ বন দফতরের হাতে তুলে দেওয়ায় হয়। গোপন সূত্রে খবর পেয়ে গোটা অভিযান চালানো হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন