WB Collage Admission 2025

১ অগস্ট থেকে কলেজে ক্লাস শুরু হবে, ভর্তির দিনক্ষণ প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর

উচ্চশিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৭ই জুন ভর্তির পোর্টালের আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন শিক্ষামন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৯:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ১৮ জুন থেকে। ক্লাস শুরু হবে ১ অগস্ট। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১৭ই জুন অ্যাডমিশন পোর্টাল আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন শিক্ষামন্ত্রী।

Advertisement

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

  • ১৭ জুন আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে ভর্তি সংক্রান্ত অভিন্ন পোর্টালের।
  • ১৮ জুন দুপুর ২টো থেকে ১ জুলাই পর্যন্ত নাম নথিভুক্তকরণ ও আবেদন জানানো যাবে।
  • ৬ জুলাই মেধাতালিকা ও কলেজভিত্তিক বিভিন্ন কোর্সে কারা সুযোগ পেলেন সেই তালিকা প্রকাশ করা হবে।
  • ৬ -১২ জুলাই যে আসনগুলি বরাদ্দ করা হবে তার উপর নির্ভর করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
  • ১৭ জুলাই আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্স অনুযায়ী আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে প্রথম পর্বের। ওই বরাদ্দ আসনে ভর্তি প্রক্রিয়া চলবে ২০ জুলাই পর্যন্ত।
  • ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে সশরীরে ভেরিফিকেশন এবং নথি যাচাইকরণ।
  • ১ অগস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম সিমেস্টারের ক্লাস শুরু হবে ১ অগস্ট থেকে। ক্লাস শুরু হওয়ার পাশাপাশি ২ অগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের ভর্তির প্রক্রিয়াও শুরু হবে। ২ থেকে ১১ তারিখ পর্যন্ত মপ-আপ পর্যায়ে আবেদন করতে পারবেন নতুন আবেদনকারীরা। এই ক্ষেত্রে প্রথম ভাগে আসন পাননি বা বাতিল হয়েছে, আসন বরাদ্দ হওয়ার পরে ভর্তি হননি—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

দ্বিতীয় পর্যায়ে ভর্তির দিনক্ষণ:

  • ১৪ অগস্ট প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
  • ১৪ থেকে ১৭ অগস্ট ভর্তি নেওয়া হবে সফল প্রার্থীদের।
  • ২১ অগস্ট আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্স অনুযায়ী আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে। ওই বরাদ্দ আসনে ভর্তি প্রক্রিয়া চলবে ২৪ অগস্ট পর্যন্ত।
  • ২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সশরীরে যাচাইকরণ এবং নথি যাচাই।

উল্লেখ্য, এই অনলাইনে ভর্তি প্রক্রিয়া ভাল ভাবে কাজ করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর। এ ছাড়াও এআই চ্যাট বট-এরও সুবিধা থাকতে হবে। এক জন আবেদনকারী রাজ্যের এক বা একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২৫টি প্রোগ্রাম (কোর্স)-এ আবেদন করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কার্যকর হবে না বলেই জানিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর।

Advertisement
আরও পড়ুন