WB UG Admission 2025

অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স নিয়ে স্নাতক স্তরে ভর্তির সুযোগ, পোর্টাল চালু দার্জিলিং সরকারি কলেজে

কলেজের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ভর্তি প্রক্রিয়া অক্টোবরেই সম্পূর্ণ করতে চান কলেজ কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১২:৩১
Darjeeling Government College.

দার্জিলিং গর্ভনমেন্ট কলেজ। নিজস্ব চিত্র।

দার্জিলিং গর্ভনমেন্ট কলেজে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স বিষয়ে চার বছরের স্নাতক স্তরের কোর্স করানো হবে। ওই কোর্সটি ‘অনার্স উইথ রিসার্চ’-এর অধীনেও পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। অনলাইনে ওই কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করবে কলেজ।

Advertisement

এ ছাড়াও বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, নেপালি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, বিষয়ে স্নাতক স্তরে ভর্তি নেবে দার্জিলিং গর্ভনমেন্ট কলেজ।

বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগে দ্বাদশ উত্তীর্ণেরা উল্লিখিত কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন।

ভর্তির আবেদন ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। ২৫ এবং ২৭ অক্টোবর মেধাতালিকা প্রকাশের পর ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি ধার্য করা হয়নি।

Advertisement
আরও পড়ুন