গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ফ্লোরিকালচার, নেমাটোলজি-র মতো বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এ ছাড়াও ফার্ম মেশিনারি, প্লান্ট ফিজিয়োলজি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিষয়ে পিএইচডি ডিগ্রি কোর্সেও ভর্তি হতে পারবেন আগ্রহীরা।
কোন কোন বিষয়ে ভর্তি হতে পারবেন?
স্নাতকোত্তর স্তরে এগ্রিকালচারাল কেমিক্যালস, ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং, নেমাটোলজি, ওয়াটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স— এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
পিএইচডি-র সুযোগ থাকছে— এগ্রিকালচারাল কেমিক্যালস, এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল ফিজ়িক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, প্লান্ট ফিজ়িয়োলজি, ওয়াটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট, ফার্ম মেশিনারি অ্যান্ড ফার্ম ইঞ্জিনিয়ারিং, সয়েল অ্যান্ড ওয়াটার কনজ়ারভেশন ইঞ্জিনিয়ারিংয়ে।
কারা আবেদন করবেন?
যাঁরা কৃষিবিদ্যা কিংবা সমতুল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা অল ইন্ডিয়া এন্ট্রান্স এগ্জ়ামিনেশন ফর অ্যাডমিশন (এআইইইএ) কিংবা অল ইন্ডিয়া কম্পিটেটিভ এগ্জ়ামিনেশন ফর জুনিয়ার রিসার্চ ফেলোশিপ ও সিনিয়র রিসার্চ ফেলোশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা উল্লিখিত কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
২৫ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ৪,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে।