IGNOU Admission 2025

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইগনু-র যৌথ আয়োজনে বিশেষ কোর্স! কোন বিষয়ে মিলবে পড়ার সুযোগ?

ছ’মাসের এই কোর্স সর্বাধিক এক বছরের মধ্যে সম্পূর্ণ করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:০১
IGNOU

ইগনু। ছবি: সংগৃহীত।

বিশ্ব জুড়ে বাড়ছে বিভিন্ন সংক্রামক রোগ। সে ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর সঙ্গে একযোগে একটি পাঠক্রম চালু রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এর তরফে। এই কোর্সের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ‘হেলথকেয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট’-এর এই পাঠক্রমটি সার্টিফিকেট কোর্স। মেয়াদ ছ’মাস। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জন্য এই কোর্স একযোগে চালু করেছে ইগনু ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৬ সাল থেকে কোর্সটি চালু হলেও ২০১৮ সালে এই কোর্সের পাঠ্যক্রম সংশোধন করা হয়।

মূলত স্বাস্থ্যক্ষেত্রে কর্মরতদের জন্য এই কোর্স চালু করা হয়েছে। তবে দ্বাদশ উত্তীর্ণ যে কোনও ব্যক্তিই এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। ছ’মাসের এই কোর্স সর্বাধিক এক বছরের মধ্যে সম্পূর্ণ করার সুযোগ পাবেন তাঁরা। কোর্স ফি ৩০০০ টাকা।

সংশ্লিষ্ট কোর্সে স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব, স্বাস্থ্যক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপন সংক্রান্ত বর্তমান আইনবিধি, সংক্রমণ, বর্জ্য ব্যবস্থাপন পদ্ধতি এবং প্রয়োজনীয় দক্ষতার বিষয়ে জানানো হবে। পঠনপাঠন চলবে ইংরেজি মাধ্যমে। ক্লাস হবে দূরশিক্ষা এবং মুক্তশিক্ষা মাধ্যমে। প্রোগ্রামে মোট নির্ধারিত ক্রেডিট নম্বর ১৬।

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১৫ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন