PhD Admission 2026

ডিজিটাল মিডিয়া নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন গণজ্ঞাপনের পড়ুয়ারা!

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-এর তরফে ডিজিটাল মিডিয়া-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৩:১০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাংবাদিকতার পাঠ, ডিজিটাল মিডিয়া নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী হলে সুযোগ মিলতে পারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-এ। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের তরফে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন বিষয়ে পিএইচডি-র জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

কোন কোন বিষয়ে পিএইচডি করা যাবে?

সাংবাদিকতার পাঠ, বিজ্ঞাপন ও জনসংযোগ, প্রিন্ট ও বৈদ্যুতিন মিডিয়া, কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ড বিল্ডিং, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সিনেমা অ্যান্ড ডিসকোর্স, ডেটা জার্নালিজম অ্যান্ড মিডিয়া অ্যানালিসিস, হেলথ কমিউনিকেশন, ডিজিটাল মিডিয়া, মিডিয়া ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট কমিউনিকেশন, ভিস্যুয়াল কমিউনিকেশন— এ সমস্ত বিষয়ে পিএইচডি করার সুযোগ মিলবে।

কারা সুযোগ পাবেন?

সাংবাদিকতা, গণজ্ঞাপন, জনসংযোগ কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। মোট ২২টি আসন বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

সরাসরি ইন্টারভিউ কিংবা প্রবেশিকার মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। যাঁরা পূর্ণ সময়ের জন্য পিএইচডি করতে চান, তাঁরা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের নেট উত্তীর্ণ হওয়া প্রয়োজন। যাঁরা আংশিক সময়ের জন্য পিএইচডি করতে চান, তাঁদের ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জনের জন্য প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

গুরুত্বপূর্ণ তারিখ:

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জানুয়ারি। প্রবেশিকা ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে। ইন্টারভিউ ৯ মার্চ থেকে চলবে। এপ্রিল থেকে ক্লাস চালু হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন