আইআইটি দিল্লি। ছবি: সংগৃহীত।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ দিচ্ছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)। টেলিকমিউনিকেশন সিস্টেম ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। দু’বছরের চারটি সেমেস্টারের কোর্স এটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টেকনোলজি, আর্কিটেকচার, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ফার্মাসিতে স্নাতক যোগ্যতা থাকা চাই। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে আইআইটি দিল্লির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। ১ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি দিল্লির ওয়েবসাইটটি দেখে নিতে হবে।