Career in Sports Management

খেলোয়াড় নন, কিন্তু ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত হতে চান, কোন বিষয় পড়ে কোন পেশা নির্বাচন করা যায়?

আগ্রহীরা স্নাতক বা স্নাতকোত্তরের নানা কোর্স করতে পারেন এই বিষয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

যুবভারতী স্টেডিয়ামে মেসি কাণ্ডের পর কলকাতা এখন খবরের শিরোনামে। আন্তর্জাতিক দুনিয়ায় আয়োজকদের অব্যবস্থাপনাকেই মূলত দায়ী করা হচ্ছে। তবে খেলাধুলোর যে কোনও অনুষ্ঠান আয়োজনের জন্য জানতে হয় স্পোর্টস ম্যানেজমেন্ট-এর খুঁটিনাটি। বিষয়টি ঠিক কী, পড়াশোনার পর চাকরির সুযোগই বা কেমন, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে।

Advertisement

কী পড়ানো হয় কোর্সে?

স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্সে খেলাধুলার ব্যবসায়িক দিক নিয়েই যাবতীয় সুলুকসন্ধান দেওয়া হয়। একটি ক্রিকেট বা ফুটবল টিম কী ভাবে তাদের আর্থিক দিক সামাল দেবে বা নিজেদের বিজ্ঞাপন করবে, তার সমস্তটাই একজন দক্ষ ব্যবস্থাপককে জানতে হয়। শুধু দলীয় খেলাধুলো নয়, একজন তারকা খেলোয়াড়ের ক্ষেত্রেও সমস্ত দায়ভার থাকে ব্যবস্থাপকের উপর। স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্সে তাই পড়ানো হয় ক্রীড়া জগতের মার্কেটিং, ফিন্যান্স, আইন, অনুষ্ঠান আয়োজন, প্রশাসনিক কার্যকলাপ, স্পনসরশিপ, অ্যানালিটিক্স এর মতো বিষয়।

কোন কোন কোর্স করা যেতে পারে?

আগ্রহীরা স্নাতক বা স্নাতকোত্তরের নানা কোর্স করতে পারেন এই বিষয়ে। স্নাতক স্তরে বিবিএ বা বিএসসি কোর্স করার সুযোগ মেলে। স্নাতকোত্তরে করা যায় এমবি অথবা পিজি ডিপ্লোমা।

প্রয়োজনীয় যোগ্যতা

স্নাতক স্তরে এই বিষয়টি পড়ার জন্য ইচ্ছুক পড়ুয়াদের যে কোনও শাখায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ন্যূনতম ৪৫-৫০ শতাংশ নম্বর।

স্নাতকোত্তরের ক্ষেত্রে পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। সে ক্ষেত্রেও প্রয়োজন ন্যূনতম ৪৫-৫০ শতাংশ নম্বর।

প্রবেশিকা পরীক্ষা

স্নাতকে ভর্তির জন্য অনেক প্রতিষ্ঠান প্রবেশিকা পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের আয়োজন করে।

স্নাতকোত্তরের জন্য উত্তীর্ণ হতে হয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ক্যাট, ম্যাট, সিম্যাট, জ্যাট, স্ন্যাপ এ। পরবর্তী ধাপে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ রাউন্ডেও উত্তীর্ণ হতে হয়।

কোথায় পড়ানো হয়?

১) আইআইএম রোহতাক।

২) আইআইএম ইনদওর।

৩) সেন্ট জেভিয়ার্স কলেজ মুম্বই।

৪) আইআইএসডব্লিউবিএম কলকাতা।

৫) সিমবায়োসিস স্কুল অফ স্পোর্টস সায়েন্সেস, পুণে।

৬) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট, মুম্বই।

কোন পদে চাকরির সুযোগ?

স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ে পড়ুয়ারা স্পোর্টস মার্কেটিং ম্যানেজার, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর, স্পোর্টস ইভেন্ট ম্যানেজার, স্পোর্টস অ্যানালিস্ট, অ্যাথলেটিক ম্যানেজার, ইভেন্ট কো-অর্ডিনেটার, টিম ম্যানেজার, ফিটনেস ম্যানেজারের মতো একাধিক পদে চাকরির সুযোগ পেতে পারেন।

বেতন কাঠামো

পদের উপর নির্ভর করে কেরিয়ারের গোড়ার দিকে নিযুক্তদের বেতন কাঠামো বছরে ৫-৭ লক্ষ টাকা থেকে হতে পারে, যা অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে পরবর্তীকালে আরও বৃদ্ধির সুযোগ থাকে।

Advertisement
আরও পড়ুন