Engineering results delayed

রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা, স্নাতকের মেধাতালিকাতেও বিলম্বের আশঙ্কা

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলা রয়েছে। যে মামলায় উপস্থিত থাকবেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। জয়েন্ট বোর্ড সূত্রের খবর, ওই মামলার পর শিক্ষা দফতরের তরফ থেকে কী গাইডলাইন আসে তার উপরই ফল ঘোষণার দিনক্ষণ ঠিক করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২৩:৪৮

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্সের ফল ৭ অগস্ট ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। সেই ফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।‌

Advertisement

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলা রয়েছে। যে মামলায় উপস্থিত থাকবেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। জয়েন্ট বোর্ড সূত্রের খবর, ওই মামলার পর শিক্ষা দফতরের তরফ থেকে কী গাইডলাইন আসে তার উপরই ফল ঘোষণার দিনক্ষণ ঠিক করা হবে।

ফলপ্রকাশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁদের জাতি শংসাপত্র আপডেট করতে হবে। সে জন্য ৩১ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত পোর্টাল খোলা হয়েছিল।

এর আগে পশ্চিমবঙ্গের অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্ট। গত ২৮ জুলাই সোমবার ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোর্টের ‘অর্ডার কপি’ হাতে পাওয়ার পর প্রথমে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি পরামর্শ নেয় উচ্চ শিক্ষা দফতর। তার পর তা পাঠানো হয় জয়েন্ট বোর্ডকে। তার পরেও আইনি জটিলতার কারণে অনিশ্চয়তা তৈরি হল বৃহস্পতিবার ফলপ্রকাশ নিয়ে।

অন্য দিকে, বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা ছিল স্নাতকে ভর্তির প্রথম পর্যায়ের মেধাতালিকা। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, সেই মেধাতালিকাও প্রকাশ করা হচ্ছে না নির্দিষ্ট দিনে। সূত্রের খবর, ২৯ তারিখ মঙ্গলবার রাত ১২ থেকে বৃহস্পতিবার ১ অগস্ট রাত ১১: ৫৯:৫৯ পর্যন্ত আবেদনকারীরা অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের জাতি শংসাপত্র ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পেয়েছেন। পরবর্তী পর্যায়ে দু'টি ধাপে ৫ তারিখ মধ্যরাত পর্যন্ত আবেদন ও এডিট-এর সময়সীমা বৃদ্ধি করে সরকার। এক দিনের মধ্যে ভেরিফিকেশন করে মেধাতালিকা প্রকাশ করলে ভুলভ্রান্তি থাকার সম্ভাবনা থেকে যেতে পারে বলে মনে করছে উচ্চশিক্ষা দফতর।‌ তাই ৭ তারিখ মেধাতালিকা প্রকাশ করার কথা থাকলেও তা কিছুটা পিছোবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন