VC appointments

দু'দিনে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের, বাকি আর‌ও তিন

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২৩:২৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পর পর দু'দিনে রাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের অনুমতি দিলেন আচার্য সিভি আনন্দ বোস।

Advertisement

মঙ্গলবার তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের অনুমোদন দিয়েছিল লোকভবন। বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিমাইচন্দ্র সাহাকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপক অয়ন ভট্টাচার্যকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই দু'টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন।

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালেয়ের উপাচার্যের নাম ঘোষণা সংক্রান্ত জটিলতা চলছে দীর্ঘদিন। শেষ পর্যন্ত ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে ছিল। ৮টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জট কেটেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। মান্যতা দিয়ে তাঁর মধ্যে থেকে ৫ টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের সম্মতি দিল লোকভবন। মঙ্গলবার বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য হয়েছেন দেবব্রত মিত্রর নাম ঘোষণা করে।

Advertisement
আরও পড়ুন