New Initiative by Loreto College 2025

আমেরিকা থেকে নজর ঘুরছে জাপানে! ভাষা শিক্ষায় উদ্যোগী কলকাতার কলেজ

জাপানের সঙ্গে ভারতের সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। দেশের স্বাধীনতার আগে থেকেই সম্পর্কের সূত্রপাত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৯:৩৭
Loreto College

লরেটো কলেজ। ছবি: সংগৃহীত।

গত জানুয়ারিতে আমেরিকায় নয়া নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কড়া হয়েছে অভিবাসন এবং শুল্ক নীতি। তার ফলে অনেক ভারতীয়ই সমস্যায় পড়েছেন বলে অভিযোগ। চাকরিক্ষেত্রে যেমন জটিলতার সৃষ্টি হয়েছে। তেমনি আমেরিকায় উচ্চশিক্ষার ক্ষেত্রেও সুযোগ কমেছে ভারতীয়দের। ফলে বিশ্বের অন্য উন্নত দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই প্রভাবই যেন দেখা গেল কলকাতার এক নামী কলেজে।

Advertisement

গত অগস্টে ভারত-জাপান যৌথ আর্থিক ফোরামে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-ও আধুনিক প্রযুক্তি ও ভারতীয় প্রতিভার মেলবন্ধনের মাধ্যমে দু’দেশের অর্থনীতির চমকপ্রদ অগ্রগতির কথা উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর উৎপাদন, মহাকাশ গবেষণা এবং নির্মল জ্বালানির ক্ষেত্রে জাপান ও ভারতের মধ্যে যে সহযোগিতা রয়েছে, তা আরও জোরদার করার কথাও বলেন।

ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে কলকাতার লরেটো কলেজেও একটি আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতায় জাপানের ডেপুটি কনসাল জেনারেল আশিদা কাতসুনোরি। সভায় জাপানে ভারতীয়দের উচ্চশিক্ষার পথ প্রশস্ত করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পড়ুয়াদের সুবিধার্থে কলেজেই জাপানি ভাষার সার্টিফিকেট কোর্স চালুও করা হবে বলে জানান কর্তৃপক্ষ। একইসঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানের কথাও উঠে আসে।

আলোচনাসভায় আশিদা বলেন, “জাপানি ভাষা শেখা ভবিষ্যতের এক অনন্য পেশাগত সুযোগের দ্বার উন্মোচন করতে পারে। আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে জাপানি ভাষাজ্ঞান একটি বিরল ও মূল্যবান দক্ষতা হিসেবে স্বীকৃত।” একই সঙ্গে জানান, জাপানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ বিভিন্ন বৃত্তি ও উচ্চশিক্ষা কর্মসূচির কথাও জানান এবং শিক্ষার্থীদের জাপানের নিরাপদ ও উদ্ভাবন নির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা তথা আলোচনাসভার আয়োজক শর্মিলা মিত্র দেব বলেন, “জাপানে উচ্চশিক্ষার খরচ বেশ কম। সে ক্ষেত্রে কলেজের পড়ুয়ারা যাতে আমেরিকা বা ইউরোপের অন্য দেশে না গিয়ে এশিয়াতেই উচ্চশিক্ষার সুযোগ পায়, তাই কলেজে পড়ানো হবে জাপানি ভাষার সার্টিফিকেট কোর্স।” উল্লেখ্য, জাপানে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে জাপানি ভাষা সম্পর্কিত জ্ঞান। শুধু উচ্চশিক্ষা নয়, এই ভাষায় প্রাথমিক জ্ঞান জাপানে চাকরির সুযোগও বৃদ্ধি করবে দেশের পড়ুয়াদের। তাই বর্তমান সময় দাঁড়িয়ে কলেজের এমন উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ।

Advertisement
আরও পড়ুন