BEd Admission 2025

এনসিআরটি থেকে বিএড কোর্স করতে চান? পরীক্ষায় পাশ করলেই মিলবে ভর্তি হওয়ার সুযোগ

ভুবনেশ্বর, ভোপাল, নেল্লোর, অজমের, শিলং, মাইসুরুর রিজ়িওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন (আরআইই) থেকে বিএড ছাড়াও এডুকেশন টেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৫:৫৩
NCERT CEE 2025.

এনসিআরটি থেকে বিএড কোর্স করার সুযোগ। প্রতীকী চিত্র।

স্কুল স্তরে পড়াতে গেলে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই বিশেষ ডিগ্রি অর্জন করতে আগ্রহীরা কমন এন্ট্রানস্ এগজ়ামিনেশন (সিইই) ২০২৫ দিতে পারেন। এই পরীক্ষায় উত্তীর্ণরা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিআরটি) থেকে বিএড করার সুযোগ পাবেন।

Advertisement

এ ছাড়াও ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন (বিএবিএড)-সহ একাধিক ডিগ্রি অর্জনের সুযোগ থাকছে। প্রবেশিকার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সগুলিতে ভর্তি হতে পারবেন—

১. ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন (বিএসসিবিএড)

২. ইন্টিগ্রেটেড মাস্টার্স ইন সায়েন্স অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন (এমএসসিবিএড)

৩. ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ এডুকেশন- মাস্টার অফ এডুকেশন (বিএড-এমএড)

৪. মাস্টার অফ এডুকেশন (এমএড)

৫. এডুকেশন টেকনোলজি (মাস্টার্স অফ আর্টস)

উল্লিখিত ডিগ্রি কোর্সগুলি দু’বছর থেকে ছ’বছরের মধ্যে সম্পূর্ণ হবে। এই কোর্সগুলিতে জেনারেল স্টাডিজ় যেমন সমাজ বিজ্ঞ়ান, কিংবা কলা শাখার বিষয় নিয়ে চর্চা করা হবে, তেমনই পেডাগজি, টেকনোলজি ইন এডুকেশন, ফাউন্ডেশন অফ এডুকেশনের শিক্ষাও দান করবেন বিশেষজ্ঞেরা।

যাঁরা দ্বাদশ পাশ করেছেন, কিংবা কলা, বিজ্ঞান বা বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই উল্লিখিত বিষয়ে ইন্টিগ্রেটেড কোর্স এবং মাস্টার্স অফ আর্টস কোর্সটি করার সুযোগ পাবেন। যাঁরা বিএড করেছেন, তাঁরা এমএড কোর্সগুলি করতে পারবেন। এ ক্ষেত্রে উল্লিখিত বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনমূল্য ১,৪০০ টাকা। প্রবেশিকা পরীক্ষা হবে ২৯ জুন। আবেদনের শেষ দিন ১৭ জুন।

Advertisement
আরও পড়ুন