PhD Admission 2025

রিসার্চ স্কলার হিসাবে কাজ করছেন! পিএইচডি করার সুযোগ পেতে পারে এনআইটি দুর্গাপুরে

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরের তরফে ১৪টি বিভাগ এবং চারটি সেন্টারের অধীনে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১২:১৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রিসার্চ স্কলারদের জন্য গবেষণার সুযোগ! তাঁরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবেন। প্রতিষ্ঠানের ১৪টি বিভাগ এবং চারটি সেন্টারের অধীনে পিএইচডি কোর্স করানো হবে।

Advertisement

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ করছেন, এমন রিসার্চ স্কলারেরা এনআইটি দুর্গাপুর থেকে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ছাড়াও ইউজিসি, সিএসআইআর, ডিএসটি-এর মতো সংস্থা থেকে আর্থিক অনুদান পাওয়া স্কলারদেরও ভর্তি নেওয়া হবে। মোট ৪১টি আসন বরাদ্দ করা হয়েছে।

রিসার্চ স্কলারদের ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান, বাণিজ্য শাখার যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। তাঁদের স্নাতক স্তরে ৭৫ শতাংশ এবং স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর জন্য ১০ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। ১১ ডিসেম্বর বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট স্টাডিজ়-এর পরীক্ষা হতে চলেছে।

১২ ডিসেম্বর সেন্টার ফর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসিস্টিভ টেকনোলজি, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অন এনার্জি, সেন্টার ফর রিসার্চ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, সেন্টার ফর এক্সিলেন্স অন আইওটি অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস-এ পরীক্ষা নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের তালিকা ১৭ ডিসেম্বর প্রকাশ করবে এনআইটি দুর্গাপুর। এর পর ২ জানুয়ারি, ২০২৬-এ এনরোলমেন্ট সম্পূর্ণ হবে।

বাছাই করা প্রার্থীরা ৩৭,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা পর্যন্ত ফেলোশিপ পেতে পারেন। তবে, যাঁরা ইউজিসি, সিএসআইআর, ডিএসটি-এর মতো সংস্থা কিংবা এনআইটি দুর্গাপুরের কোনও প্রকল্পে কাজের জন্য আর্থিক অনুদান পেয়ে থাকেন, কিংবা কোনও ফেলোশিপ-ই পান না— তাঁরা উল্লিখিত অর্থ পাবেন না।

পরীক্ষার দিন প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত ফর্ম পূরণ করে সঙ্গে রাখা দরকার। তাঁদের ৫০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। পরীক্ষার পর ইন্টারভিউও দিতে হতে পারে।

Advertisement
আরও পড়ুন