BA LLB Admission 2025

উচ্চ মাধ্যমিকের পর আইন নিয়ে পড়তে চান? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ইন্টিগ্রেটেড বিএ এলএলবি (ব্যাচেলর অফ ল) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:৩১
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আদালতকক্ষে সওয়াল-জবাব, যুক্তি-তর্কের জাল বোনা উকিলের পেশা। অনেক পড়ুয়ারই ছোটবেলা থেকে এই জগতের প্রতি আকর্ষণ থাকে। আইন নিয়ে পড়তে হলে, মানসিক প্রস্তুতি রাখা প্রয়োজন স্কুল জীবন থেকেই।

Advertisement

গত মাসেই প্রকাশিত হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ইন্টিগ্রেটেড বিএ এলএলবি (ব্যাচেলর অফ ল) কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৫ বছরের কোর্স। আবেদনের জন্য শিক্ষার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ৪৫ শতাংশের বেশি নম্বর। আগ্রহীদের বয়স ১ জুলাই, ২০২৪-এ ২০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করতে হবে। সে জন্য প্রার্থীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের সাহায্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে। ২৯ জুন পর্যন্ত ভর্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন