NBU Admission 2025

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নানা বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, শুরু স্পট কাউন্সেলিং প্রক্রিয়া

প্রতি বিষয়ে ভর্তির যোগ্যতার আলাদা মাপকাঠি স্থির করা হয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৪:৪০
North Bengal University

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এবং স্নাতকের নানা কোর্সে এখনও আসন খালি রয়েছে। এ জন্য স্পট অ্যাডমিশনের আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। পড়ুয়াদের আবেদন জানাতে হবে অনলাইনে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এমএ, এমএসসি, এমকম, এমলিবআইএসসি, বিলিবআইএসসি, এলএলএম কোর্স করার সুযোগ রয়েছে। পড়ুয়ারা বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, দর্শন, গণজ্ঞাপন, মানবীবিদ্যা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এডুকেশন, আইন, বাণিজ্য এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারবেন। একমাত্র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়েই স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ্য, এলএলএম কোর্সে পাবলিক ল-এ স্পেশ্যালাইজ়েশন করা যাবে। তবে কোন কোর্সে আসনসংখ্যা কত, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

প্রতি বিষয়ে ভর্তির যোগ্যতার আলাদা মাপকাঠি স্থির করা হয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। এ জন্য পড়ুয়াদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৮ নভেম্বর রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ে স্পট কাউন্সেলিং এবং অ্যাডমিশনের আয়োজন করা হবে ১৩, ১৪ এবং ১৭ নভেম্বর। এ বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন