Online courses from IIT Delhi

জ্ঞাপন প্রযুক্তিতে কৃত্রিম মেধার প্রয়োগ, স্নাতকদের ক্লাস করাবে আইআইটি প্রতিষ্ঠান

কর্মরত ব্যক্তিরাও এই বিশেষ বিষয়ে ক্লাস করার সুযোগ পাবেন। ক্লাস সম্পূর্ণ হওয়ার পর শংসাপত্রও দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৫:৫৭
Opportunity to study online about information technology.

জ্ঞাপন প্রযুক্তি নিয়ে অনলাইনে পড়াশোনার সুযোগ। ছবি: সংগৃহীত।

জ্ঞাপন প্রযুক্তি নিয়ে অনলাইনে পড়াশোনার সুযোগ পাবেন স্নাতক উত্তীর্ণেরা। তাঁদের অ্যাডভান্সড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমার অধীনে এই বিষয়গুলি শেখানো হবে। তবে, শুধু ক্লাসই নয়, হাতে কলমে প্রশিক্ষণ এবং মর্ডান টেলিকমিউনিকেশন এবং ইন্টালিজেন্ট সিস্টেমসের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের বিষয়গুলি নিয়েও চর্চা চলবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রামের অধীনে এই অনলাইন পিজি ডিপ্লোমা করানো হবে।

Advertisement

এরই সঙ্গে, কৃত্রিম মেধা, কোয়ান্টাম নেটওয়ার্কিং-এর দৌলতে ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কাজের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ফলিত পদার্থবিদ্যা কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকরা সংশ্লিষ্ট ডিপ্লোমা কোর্সটি করার সুযোগ পাবেন।

তবে, সংশ্লিষ্ট কোর্সটি দু’বছর থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মরত ব্যক্তিরাও করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের মেশিন লার্নিং, পাইথন কিংবা কৃত্রিম মেধা নিয়ে কাজের অভিজ্ঞতা কিংবা দক্ষতা থাকা আবশ্যক। আইআইটি দিল্লির ওয়েবসাইটে (cepqip.iitd.ac.in) এই বিষয়ে বিশদ জানানো হয়েছে।

১২ মাসের এই পিজি ডিপ্লোমা কোর্সের ক্লাস অনলাইনে ১৬ অগস্ট ২০২৫ থেকে ১৫ অগস্ট ২০২৬ পর্যন্ত করানো হবে। আবেদনমূল্য হিসাবে জমা নেওয়া হবে ২,০০০ টাকা। কোর্স ফি হিসাবে ৪ লক্ষ ৪০ হাজার টাকা ধার্য করা হয়েছে। ডিপ্লোমা সম্পূর্ণ হওয়ার পর যোগদানকারীদের শংসাপত্রও দেওয়া হবে। আগ্রহীরা ৭ অগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তি হওয়ার আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন