UCIL Recruitment 2025

কর্মী নিয়োগ করবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, দশম উত্তীর্ণদের জন্য রয়েছে সুযোগ

এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:২১
Uranium Corporation of India Limited.

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

দশম উত্তীর্ণদের চাকরির সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাঁদের ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার পদে নিয়োগ করা হবে। তবে, নিযুক্তদের ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভিং-এর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা আবশ্যক। শূন্যপদ পাঁচটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কয়লা খনি বা সমতুল ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি (ডিজিএমএস) অনুমোদিত ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার-এর শংসাপত্রও থাকতে হবে। তবেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে ৪১ হাজার ৬৭৪ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে।

ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে (ucil.gov.in) দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শর্তাবলি দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ১৬ জুলাই।

Advertisement
আরও পড়ুন