WB UG Admission 2025

স্নাতক স্তরে গবেষণার খুঁটিনাটি শেখানো হবে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ

চার বছরের স্নাতক স্তরের কোর্সে ক্লাসের সঙ্গে পড়ুয়াদের সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং চাকরির জন্য প্রস্তুতি নিতেও সাহায্য করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৯:০৯
Institute of Health science presidency University.

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ হেলথ সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক স্তরে ভর্তি নেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তবে, এরই সঙ্গে পড়ুয়াদের গবেষণার খুঁটিনাটিও শেখানো হবে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ হেলথ সায়েন্সেসে ওই বিষয়টি পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মোট আটটি সেমিস্টারের ভিত্তিতে চার বছরের কোর্স সম্পূর্ণ হবে। আসন সংখ্যা ৪০।

Advertisement

দ্বাদশ উত্তীর্ণরা ওই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ‘বেস্ট অফ ফাইভ’ বিষয়ের মধ্যে ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা থাকা প্রয়োজন। উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় তাঁদের ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

তবে এ ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর ‘বেস্ট অফ ফাইভ’-এ গ্রহণযোগ্য নয়। এর ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করা হবে। চার বছরের স্নাতক স্তরের কোর্সে ক্লাসের সঙ্গে পড়ুয়ারা সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বায়োটেকনোলজির শাখায় চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগও পাবেন। তাঁদের পেশা প্রবেশ এবং গবেষণা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দেবেন বিভাগীয় অধ্যাপকেরা।

সেমিস্টার পিছু ২,৯০০ টাকা করে ফি জমা দিতে হবে। তবে, আবেদনের জন্য ফি হিসাবে আলাদা করে কোনও টাকা জমা নেওয়া হচ্ছে না। অনলাইনে ১৪ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ক্লাস শুরু ১১ অগস্ট থেকে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (presiuniv.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন