School Service Commission

নিয়োগ জটিলতার মধ্যেই অবসর এসএসসি চেয়ারম্যানের! ছ’মাস কাজের মেয়াদ বৃদ্ধি পেল সিদ্ধার্থের

বর্তমানে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণির আদালতের নির্দেশের উপর ৪৯ জনের ইন্টারভিউ রয়েছে ৮ জানুয়ারি। নবম-দশমের তথ্য যাচাই-সহ সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া এখন‌ও বাকি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০৯:৩২
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পূর্ণ করা যায়নি একাদশ-দ্বাদশ এবং নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এ দিকে সময় হয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের অবসরের। নিয়োগ প্রক্রিয়ায় যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চেয়ারম্যানের চাকরির মেয়াদ আর‌ও ছ’য় মাস বাড়ানো হল।

Advertisement

শিক্ষা দফতরের দেওয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ১১ জানুয়ারি ২০২৬ সিদ্ধার্থের অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন থেকে পরবর্তী ছ’মাস তাঁকে চেয়ারম্যান পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দফতর সূত্রের খবর, এই সময় সিটি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর থেকেও অবসর দিচ্ছেন সিদ্ধান্ত মজুমদারের।

বর্তমানে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণির আদালতের নির্দেশের উপর ৪৯ জনের ইন্টারভিউ রয়েছে ৮ জানুয়ারি। নবম-দশমের তথ্য যাচাই-সহ সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া এখন‌ও বাকি। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীদের পরীক্ষা নেওয়াও নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।

শিক্ষা দফতরের আধিকারিকরা মনে করছেন, এই পরিস্থিতিতে সিদ্ধান্ত এসএসসি চেয়ারম্যান পদ থেকে অবসর নিলে নতুন করে জটিলতা তৈরি হতে পারত। চাকরিপ্রার্থীরাও কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের একাংশের দাবি, এই পরিস্থিতিতে নতুন করে কেউ চেয়ারম্যানের দায়িত্ব নিলে নিয়োগ প্রক্রিয়া আর‌ও বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হত।

Advertisement
আরও পড়ুন