AIIMS Kalyani Recruitment 2025

১৫০ জন চিকিৎসক প্রয়োজন এমস কল্যাণীতে, আবেদনের শেষ দিন কবে?

নিযুক্তদের বেতনক্রম হবে ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৬,৬০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:২৩
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ বিভিন্ন বিভাগে চিকিৎসক প্রয়োজন। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে নির্ধারিত মেয়াদে বেশ কিছু শূন্যপদে কাজের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) বা সিনিয়র ডেমনস্ট্রেটর পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫০। নিযুক্তেরা প্রতিষ্ঠানের যে সমস্ত বিভাগে কাজের সুযোগ পাবেন, সেগুলি হল— অ্যানাস্থেশিয়োলজি, কার্ডিয়োলজি, কার্ডিয়ো থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, ডার্মাটোলজি, এমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ট্রমা, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি, মেডিক্যাল অনকোলজি/ হেমাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি-সহ অন্য বিভাগ। সংশ্লিষ্ট পদে সর্বাধিক তিন বছরের জন্য চিকিৎসকদের নিয়োগ করা হবে।

সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪৫ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৬৬০০ টাকা। আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদন জানানোর ক্ষেত্রে ১০০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২৮ অগস্ট। এর পর বাছাই প্রার্থীদের অনলাইন এবং অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। অফলাইন এবং অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়ার আয়োজন করা হবে ১১ এবং ১২ সেপ্টেম্বর। ইন্টারভিউ শুরু সকাল সাড়ে ৯টায়। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন