এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় চাকরির সুযোগ রয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন) পদে কর্মী নিয়োগ করা হবে। ৬টি শূন্যপদ রয়েছে। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য সংস্থায় শিক্ষানবিশদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশদের বৃত্তি দেওয়া হবে মাসে ১৫,০০০ টাকা। অন্য দিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি হবে ১২,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তবে এই পদে শুধু এই রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকতে হবে। অন্য দিকে, সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউ বা নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ ফেব্রুয়ারি। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।