Supreme Court Recruitment

সুপ্রিম কোর্টে কর্মখালি, কোন পদে চলছে নিয়োগ? কারা আবেদন করবেন?

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৩
Supreme Court of India.

সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।

সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ করা হবে। শীর্ষ আদালতের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২৪১টি।

Advertisement

সংশ্লিষ্ট পদে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৭২,০৪০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। কলকাতা-সহ মোট ১২৮টি শহরে পরীক্ষার আয়োজন করা হয়েছে। আবেদনমূল্য ১,০০০ টাকা।

আবেদনকারীদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন