Govt Jobs in Coochbehar

কোচবিহারের স্থানীয় স্কুলে সহায়ক প্রয়োজন, কোন শর্তে সুযোগ পাবেন অষ্টম উত্তীর্ণ মহিলারা?

কোচবিহারের খাগড়াবাড়ি হরেন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ আশ্রম স্কুলে সহায়ক (হেলপার) পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৬:৩১
Job opportunities in Cooch Behar district.

কোচবিহার জেলায় কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

কোচবিহার জেলায় অষ্টম উত্তীর্ণ ব্যক্তিকে বিশেষ কাজে নিয়োগ করা হবে। ওই জেলার খাগড়াবাড়ি হরেন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ আশ্রমের সহায়ক (হেল্পার) পদে কর্মী প্রয়োজন। ওই স্কুলে ওই কাজের জন্য একটি মাত্র শূন্যপদ রয়েছে।

Advertisement

স্বীকৃত স্কুল থেকে অষ্টম উত্তীর্ণ হয়েছেন, এমন মহিলা প্রার্থীদের আবেদন এ ক্ষেত্রে গ্রহণ করা হবে। তাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, আবেদনকারীদের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হওয়া আবশ্যক।

মোট এক বছরের চুক্তিতে খাগড়াবাড়ি হরেন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ আশ্রমে তাঁকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ওই মেয়াদ স্কুলের তরফে বৃদ্ধি করা হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

আবেদন সংক্রান্ত শর্তাবলি:

  • সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
  • এর আগে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।
  • আবেদনের শেষ দিন ৬ অগস্ট।
  • কোচবিহারের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দফতরে থেকে ফর্ম সংগ্রহ করতে হবে।
  • ওই দফতরেই ১৩ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে।

কোচবিহারের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে (coochbehar.gov.in) এই সংক্রান্ত বিষয়টি সম্পর্ক বিশদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন