OIL India Jobs 2025

অয়েল ইন্ডিয়ায় দ্বাদশ উত্তীর্ণ থেকে স্নাতক প্রয়োজন, কোন কোন বিভাগে রয়েছে সুযোগ?

২৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন হিসাবে পেতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২১:৫৫
Oil India Limited.

অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

অয়েল ইন্ডিয়া লিমিটেড একাধিক বিভাগে কর্মী নিয়োগ করবে। ওই সংস্থায় বয়েলার অ্যাটেন্ডেন্ট, নিরাপত্তারক্ষী, ফায়ার সার্ভিস, হেল্‌থ / স্যানিটেশন ইনস্পেক্টর, নার্স, হিন্দি ট্রান্সলেটর, কেমিক্যাল টেকনিশিয়ান, সিভিল টেকনিশিয়ান, কম্পিউটার টেকনিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন টেকনিশিয়ান, মেকানিক্যাল টেকনিশিয়ান এবং ইলেক্ট্রিক্যাল টেকনিশিয়ানের মতো পদে ২৬২ জন প্রয়োজন।

Advertisement

গ্রেড ৩, ৫ এবং ৬ এর পদে দ্বাদশ উত্তীর্ণ থেকে নির্দিষ্ট বিষয়ে স্নাতকদের নেওয়া হবে। দশম উত্তীর্ণদের ক্ষেত্রে বয়েলার অ্যাটেন্ডেন্ট, ফায়ার সার্ভিস, হেল্‌থ / স্যানিটেশন ইনস্পেক্টরের মতো বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করা বাধ্যতামূলক।

এ ছাড়াও নার্সিং, হিন্দি, ইংরেজি বিষয়ে স্নাতক হয়েছেন, বা কেমিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্টুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাও উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩১ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। আবেদনমূল্য ২০০ টাকা। আবেদনের শেষ দিন ১৮ অগস্ট। আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি অয়েল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন