HCSL Apprentice Jobs 2025

শিক্ষানবিশির প্রশিক্ষণ হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে, কোন বিষয়ে থাকা চাই ডিগ্রি?

১৮ বছর কিংবা তার থেকে বেশি বয়সের প্রার্থীদের শিক্ষানবিশির প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:৪০
Hoogly Coachin Shipyard Limited.

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। সংশ্লিষ্ট সংস্থায় প্রশিক্ষণের জন্য টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

Advertisement

তবে, এ ছাড়াও উল্লিখিত শাখায় ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। উভয় ক্ষেত্রে রাজ্য কিংবা কেন্দ্র স্বীকৃত কারিগরি বা প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫-এর মধ্যে ওই ডিগ্রি বা ডিপ্লোমা অর্জিত হতে হবে। ১৮ বছর কিংবা তার থেকে বেশি বয়সের প্রার্থীরা শিক্ষানবিশির প্রশিক্ষণ পাবেন।

মোট এক বছরের জন্য তাঁদের অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ চলবে। তাঁদের জন্য প্রতি মাসে ১০ হাজার ২০০ টাকা থেকে ১২ হাজার টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক।

নথিভুক্তকরণের পর ওই পোর্টাল মারফত পাওয়া এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং অন্য নথি জমা দিয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদনের শেষ দিন ২৬ অগস্ট। এই বিষয়ে আরও জানতে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের (hooghlycsl.com) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নজর রাখা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন