OIL India Recruitment 2025

অয়েল ইন্ডিয়া লিমিটেডে কাজের সুযোগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, আবেদনের শর্তাবলি কী?

২০ বছর থেকে ৪০ বছর বয়সিদের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেড কাজের সুযোগ করে দিচ্ছে। নিযুক্তরা প্রতি মাসে ২৪ হাজার ৯৬০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৬:৩৯
Oil India Limited.

অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং শাখার নির্দিষ্ট কিছু বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ পেতে পারেন। ওই সংস্থার তরফে তাঁদের কন্ট্র্যাক্চুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ পাঁচটি।

Advertisement

মেকানিক্যাল, কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেটেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এবং সরকারি বা বেসরকারি তেল সংশোধনাগার, সার প্রস্তুতকারক সংস্থায় অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন।এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেবে অয়েল ইন্ডিয়া লিমিটেড। ওই সংস্থার তরফে ১২ অগস্ট ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হয়েছে।

উল্লিখিত পদে নিযুক্তদের মাসিক ২৪ হাজার ৯৬০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি পেতে পারে।

আগ্রহীদের ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখে নেওয়া প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন