রাষ্ট্রায়ত্ত সংস্থা স্নাতকদের কাজের প্রশিক্ষণ দেবে। প্রতীকী চিত্র।
স্নাতকদের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইন্ডিয়ান রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। ওই সংস্থার তরফে মোট ১২ জনকে এর জন্য বেছে নেওয়া হবে। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। তবে, ওই মেয়াদ আরও তিন মাসের জন্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
অডিটিং, কর্পোরেট অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলির প্রশিক্ষণ দেবেন সংস্থার বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে যে কোনও বিষয়ে স্নাতকদের ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া বা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনকারীদের স্নাতক স্তরে বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে। প্রশিক্ষণের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তাঁদের সংস্থার নয়া দিল্লির দফতরে প্রশিক্ষণ নেওয়ার জন্য উপস্থিত থাকা প্রয়োজন। ভাতা হিসাবে প্রতি মাসে ২৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মের লিঙ্কটিতে গিয়ে তাঁদের সমস্ত তথ্য দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ অগস্ট। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির ওয়েবসাইট (ireda.in) থেকে দেখে নেওয়া যেতে পারে।