Govt Jobs 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ, কর্মখালি কোন বিভাগে?

১৭ থেকে ২১ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১০:৪৪
There is a job opportunity as General Manager at Tehri Hydro Development Corporation (THDC) Limited.

তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট (টিএইচডিসি) কর্পোরেশন লিমিটেডে জেনারেল ম্যানেজার হিসাবে কাজের সুযোগ রয়েছে। প্রতীকী চিত্র।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে? তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট (টিএইচডিসি) কর্পোরেশন লিমিটেডে জেনারেল ম্যানেজার হিসাবে কাজের সুযোগ পেতে পারেন। রাষ্ট্রায়ত্ত সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

তবে উল্লিখিত পদে সিএ ছাড়াও সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরাও (সিএমএ) আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রে ১৭ থেকে ২১ বছর এগজ়িকিউটিভ/অফিসার ক্যাডার বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে অনূর্ধ্ব ৫৩ বছর এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে অনূর্ধ্ব ৫০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ১,০০,০০০ টাকা থেকে ২,৮০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

অনলাইনে নাম নথিভুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৬০০ টাকা। অনলাইনে ২১ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। কী ভাবে নিয়োগ করা হবে, সেই সম্পর্কে যাবতীয় তথ্য টিএইচডিসি কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে (thdc.co.in) দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন