ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। নিজস্ব চিত্র।
কলকাতার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। গবেষণার কাজে ওই কর্মীকে বহাল রাখা হবে। তাঁকে থাইরয়েড ক্যানসার নিয়ে গবেষণার কাজের জন্য নিয়োগ করবে ওই প্রতিষ্ঠান। শূন্যপদ একটি।
ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় ওই কর্মীকে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন।
লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি উল্লিখিত বিভাগে কাজের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের গবেষণা ক্ষেত্রে থাইরয়েড ক্যানসার নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ((নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়া আবশ্যক।
এন্ডোক্রিন সোস্যাইটি অফ ইন্ডিয়া-র তরফে উল্লিখিত প্রকল্পে আর্থিক অনুদান দেওয়া হবে। সেই অনুযায়ী, নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ৪৪,৪৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের ১৬ জানুয়ারির মধ্যে আইপিজিএমইআর, কলকাতায় সশরীরে এসে কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। কবে ইন্টারভিউ, তা ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।