Consultant govt jobs 2025

পরামর্শদাতা খুঁজছে পরিবেশ মন্ত্রক, আবেদনের সুযোগ পাবেন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা

নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:১৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকে কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, নয়া দিল্লির হ্যাজ়ার্ডস সাবস্টেনস ম্যানেজমেন্ট ডিভিশন-এ পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি।

Advertisement

ইয়ং প্রফেশনাল এবং সায়েন্টিফিক কনসালট্যান্ট পদে আবেদন গ্রহণ করা হবে। ওই পদে পরিবেশ বিজ্ঞান, রসায়ন, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। তাঁদের সার্কুলার ইকোনমিক, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। ইয়ং প্রফেশনালের বয়স ৩২ বছর, সায়েন্টিফিক কনসালট্যান্টদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।

আগ্রহীদের ডাকযোগে কিংবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং অন্য নথিও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন