Government Jobs for Doctors 2025

কলকাতার ক্যানসার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ, কোন বিভাগে আবেদন করতে পারবেন?

নিযুক্তকে প্রতি মাসে এক লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৩:৪২
Chittaranjan National Cancer Institute.

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ কর্মখালি। ওই হাসপাতালে চিকিৎসক প্রয়োজন। তাঁকে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। ওই কাজের জন্য এক জন কর্মী প্রয়োজন।

Advertisement

ওই পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ প্যালেটিভ কেয়ার (আইএপিসি) বা প্যালিয়াম ইন্ডিয়া থেকে প্যালেটিভ কেয়ার বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন।

তবে পেন মেডিসিন বিষয়ে ফেলোশিপ অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও ওই পদে আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীদের অন্তত এক বছর ওই কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে নিযুক্তের জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তরফে ওই ব্যক্তিকে ৪৪ দিনের চুক্তিতে কাজের জন্য নিয়োগ করা হবে।

ডাকযোগে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। এ জন্য ২০০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৯ অক্টোবর। এই সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cnci.ac.in) প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন