CBSE Recruitment 2025

শিক্ষক থেকে সচিব পদে নিয়োগ করবে সিবিএসই, বিশেষ শর্তে সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণেরা

দেশের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৪
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ছবি: সংগৃহীত।

একাধিক বিভাগে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। এ জন্য প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। মোট পদের সংখ্যা ১২৪।

Advertisement

কোন বিভাগে হবে নিয়োগ?

সিবিএসই গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ বিভাগের জন্য কর্মী নিয়োগ করবে।

গ্রুপ ‘এ’-এর জন্য অ্যাসিট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাকাউন্টস অফিসার পদে কর্মী প্রয়োজন। এই বিভাগের পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

গ্রুপ ‘বি’-তে সুপারিন্টেন্ডেন্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিভাগের পদে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন।

গ্রুপ ‘সি’-এর জন্য জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। এই বিভাগের পদপ্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

গ্রুপ ‘এ’-এর পদে হিসাবশাস্ত্র, এডুকেশন, কিংবা সমতুল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের শিক্ষকতা কিংবা হিসাবরক্ষার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

গ্রুপ ‘বি’-এর পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি এবং ৩০টি হিন্দি শব্দ টাইপ করতে পারার দক্ষতা থাকা চাই। এ ছাড়াও অনুবাদের কাজে পূর্ব অভিজ্ঞতাও প্রয়োজন।

গ্রুপ ‘সি’ পদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। প্রার্থীদের তাঁদের প্রতি মিনিটে ৩৫ টি ইংরেজি এবং ৩০টি হিন্দি শব্দ টাইপ করতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

পরীক্ষা দিতে আগ্রহীদের প্রসেসিং ফি হিসাবে ২৫০ টাকা এবং আবেদনমূল্য হিসাবে ৮০০ থেকে ১,৫০০ টাকা জমা দিতে হবে। লিখিত পরীক্ষা ওড়িশা, অসম, কেরল, গুজরাত-সহ ১৯টি রাজ্যের নির্দিষ্ট কেন্দ্রে দেওয়ার সুযোগ থাকছে। অনলাইনে আবেদনপত্র ২২ ডিসেম্বর পর্যন্ত পাঠানো যাবে।

Advertisement
আরও পড়ুন