WB Govt Jobs 2025

রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগে কর্মখালি, স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা পাবেন আবেদনের সুযোগ

৪৫ বছর থেকে ৫৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার নিরিখে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১২:৪৭
Government of West Bengal\\\\\\\'s Information and Cultural Affairs Department.

রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ। ছবি: সংগৃহীত।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগে কর্মখালি। সংশ্লিষ্ট বিভাগে অ্যাডভাইজ়ার (পরামর্শদাতা) পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া ইনিশিয়েটিভ সংক্রান্ত কাজ করতে হবে। শূন্যপদ সম্পর্কে যদিও রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও তথ্য দেওয়া হয়নি।

Advertisement

সংশ্লিষ্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের মিডিয়া ম্যানেজমেন্ট, মিডিয়া অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে পূর্বে ন্যূনতম ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক।

প্রার্থীদের বয়স ৪৫ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া দরকার। আবেদনকারীর কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার নিরিখে পারিশ্রমিক দেওয়া হবে। তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগ্রহীদের ২৭ মে বেলা ১২টার আগে রবীন্দ্র সদনে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। তার আগে ২২ মে-র মধ্যে ইমেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন