Apprentice Recruitment 2025

শিক্ষানবিশির প্রশিক্ষণ পাবেন স্নাতকেরাও, কোথায় কাজ শেখানো হবে?

কলা, বিজ্ঞান এবং বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১১:৪২
Hindustan Aeronautics Limited.

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা কাজ শেখার সুযোগ দিচ্ছে। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের প্রতিষ্ঠানের বেঙ্গালুরুর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে, শূন্যপদ ক’টি, সেই বিষয়ে কোনও তথ্য সংস্থার তরফে জানানো হয়নি।

Advertisement

কোন কোন শাখার বিষয়ে স্নাতক হতে হবে?

১) কলা শাখার অর্থনীতি, ইংরেজি, সোশিয়োলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইতিহাস, কন্নড়

২) বিজ্ঞান শাখার পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, এভিয়েশন

৩) কমার্স শাখার বাণিজ্য, ব্যাঙ্কিং, রাশিবিজ্ঞান, হিসাবশাস্ত্র, ফিনান্স

৪) বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার হিউম্যান রিসোর্স, মার্কেটিং, অপারেশনস ম্যানেজমেন্ট, ফিনান্স

৫) কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি

প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ভাতা হিসাবে ৯,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০ জুন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে (hal-india.co.in) নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন