ICAR IARI Jobs 2025

চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কেন্দ্রীয় কৃষি গবেষণাকেন্দ্রে, শূন্যপদ ক’টি?

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি গ্রহণ করা হচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৫:৫৭
Indian Agricultural Research Institute.

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় কৃষি গবেষণাকেন্দ্রে কর্মখালি। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের প্লান্ট প্যাথোলজি ডিভিশনের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং ফিল্ড/ল্যাব ওয়ার্কার পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে ন্যাচরাল, এগ্রিকালচারাল সায়েন্স, কিংবা ভেটেরেনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, বিজ্ঞান, টেকনোলজি শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের মলিকিউলার ব্রিডিং, প্লান্ট ব্রিডিং, জেনেটিক্স নিয়ে পূর্বে গবেষণার কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ফিল্ড/ল্যাব ওয়ার্কার পদে ধান চাষের জমিতে চাষাবাদ এবং সমতুল্য কাজ, মাটির নমুনা সংগ্রহ, পুষ্টিগুণ বিচার করা— এই সমস্ত বিষয়ে দক্ষ এবং পারদর্শী ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে নিযুক্তের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

উল্লিখিত পদে নিযুক্তদের ১৯ হাজার ২৭৯ টাকা থেকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে। ২০ জুলাইয়ের মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করে নেবেন কর্তৃপক্ষ। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (iari.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন