IIFT Recruitment 2025

কলকাতায় আইআইএফটি-র ক্যাম্পাসে কর্মখালি, নিয়োগ কোন পদে?

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:৫১
IIFT Kolkata

আইআইএফটি। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় সরকারের বাণিজ্য দফতরের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসের জন্য এই নিয়োগ। যেখানে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।

Advertisement

প্রতিষ্ঠানের এক্সপোর্ট ফেসিলিটেশন সেল (ইএফসি)-এর জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ইন্টার্ন (ইএফসি অ্যাসোসিয়েট) পদে। মোট শূন্যপদের সংখ্যা পাঁচ। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ টাকা।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি/ ইন্টারন্যাশনাল বিজ়নেস/ ম্যানেজমেন্ট বা অন্য কোনও সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানের তরফে পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৬ মার্চ। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন