IISER Kolkata Recruitment 2025

আইআইএসইআর কলকাতায় চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৬:২৩
Indian Institute of Science Education and Research, Kolkata.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের লিগাল অফিসার এবং গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মখালি রয়েছে। শূন্য়পদ দু’টি।

Advertisement

লিগাল অফিসার পদে আইনে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের পাঁচ বছর লিগাল অফিসার হিসাবে পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৮০ হাজার টাকা দেওয়া হবে।

গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও কোনও শিক্ষা প্রতিষ্ঠানের গেস্ট হাউস বা সমতুল্য প্রতিষ্ঠানে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে আগ্রহীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে। ২২ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন