Indian Overseas Bank Recruitment 2025

১২৭ জন কর্মীর খোঁজ ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কে, অফিসার পদে কী ভাবে আবেদন করা যাবে?

পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪, ৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা এবং ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০
IOB

ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

চাকরির সুযোগ রয়েছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কে (আইওবি) । সম্প্রতি এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এই নিয়োগ। ব্যাঙ্কের বিভিন্ন বিভাগে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে। এমএমজিএস ২ এবং এমএমজিএস ৩ পদে মোট ১২৭জনকে নিয়োগ করা হবে। নিযুক্তদের পোস্টিং হবে দেশের যে কোনও রাজ্যে। নিয়োগের পর কর্মীদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে।

ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের এবং ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪, ৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা এবং ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা।

বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট পদে অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১৭৫ এবং ১০০০ টাকা। আগামী ৩ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন