WB Govt Job Recruitment 2025

ব্যারাকপুর, হুগলি ও কৃষ্ণনগরে ৪২টি শূন্যপদে নিয়োগ, কাজের সুযোগ কেন্দ্রীয় পলিক্লিনিকে

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ১৬, ৮০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেলথ স্কিম (ইসিএইচএস)-এর অধীনে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে ইসিএইচএস-এর ওয়েবসাইটে। তা অনুযায়ী, প্রকল্পের অধীনে বেশ কিছু পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ইসিএইচএস-এর ক্লিনিকে কাজের সুযোগ পাবেন। এর জন্য ইতিমধ্যে অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

নিয়োগ হবে ওআইসি (অফিসার ইন চার্জ), মেডিক্যাল স্পেশালিস্ট, মেডিক্যাল অফিসার, গায়নোকোলজিস্ট, ডেন্টাল অফিসার, ডেন্টাল হাইজিনিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ফিজ়িয়োথেরাপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, চৌকিদার, পিয়ন, ফিমেল অ্যাটেন্ড্যান্ট এবং সাফাইওয়ালা পদে। মোট শূন্যপদ ৪২টি। নিযুক্তদের কর্মস্থল হবে ব্যারাকপুর, কৃষ্ণনগর এবং হুগলির ইসিএইচএস পলিক্লিনিকগুলিতে।

সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ১৬, ৮০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকা।

মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পাঁচ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়া, অন্যান্য পদের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে মার্চের প্রথম সপ্তাহে। এই বিষয়ে বাকি তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন