Govt Jobs for Graduates 2025

স্নাতকেরাও হতে পারেন লাইব্রেরি ট্রেনি, সুযোগ দেবে কেন্দ্রীয় সরকার পোষিত সংস্থা

কেন্দ্রীয় সরকার পোষিত সংস্থা ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-এ লাইব্রেরি ট্রেনি নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৩:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় সরকার পোষিত সংস্থায় লাইব্রেরি ট্রেনি প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে। তাঁদের ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-এর সায়েন্টিফিক ইনফরমেশন রিসোর্সেস সেন্টার-এ কাজ করতে হবে।

Advertisement

লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও ওই বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ২২ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। স্কিল টেস্ট বা লেখা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা।

আগ্রহীদের এ জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে না। সরাসরি প্রতিষ্ঠানের ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যেতে হবে প্রার্থীদের। ২১ নভেম্বর সংস্থার বেঙ্গালুরুর দফতরে প্রার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে যাওয়া প্রয়োজন। ওই ইন্টারভিউয়ের আর কোনও পরীক্ষা নেওয়া হবে কিনা, তা সে দিনই জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন